ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘২০ নয়,  পাঁচ টন চাল পেয়েছে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখা এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আটটি আবেদনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০ টন চাল বরাদ্দ পেয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেছেন, ২০ টনের দাবি করা হলেও চাল পাওয়া গেছে ৫ টন।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে নড়াইল প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নড়াইল জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আব্দুর রহমান মেহেদী।

লিখিত বক্তব্যে আব্দুর রহমান বলেন, সম্প্রতি যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা এ পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের কাছে ২০ টন  জিআর চালের জন্য আবেদন করেছে। ওই পোস্টের কোথাও উল্লেখ নেই বা এমন কোনো তথ্য নেই যে, এই ২০ টন চাল তারা পেয়েছে বা আত্মসাৎ করেছে।

তিনি বলেন, এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট। জুলাই–আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত হয়েছেন তাদের স্মরণসভা, দোয়া অনুষ্ঠান, দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা–কর্মীদের মধ্যে বিভিন্ন সময় আবেদন করে ৬টি আবেদনের বিপরীতে ৫ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা যথাযথ নিয়মে ব্যয় করা হয়েছে এবং ব্যয়ের সকল হিসাব সংরক্ষণ করা হয়েছে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, সদস্য শুভ মোল্লাসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নড়াইলে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, আবেদন তো যে কেউ করতে পারে, আবেদন করার অধিকার সবারই আছে। নীতিমালা অনুযায়ী কোথাও কিছু দেওয়ার থাকলে, নীতিমালার মধ্য থেকে ততটুকু আমরা দিয়েছি। এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি